চাষী চাষ করে আনন্দে,
কাজ চলে সকাল হতে সন্ধ্যে।
মাঠে ঘাটে খাটে সবাই,
বউ ছেলের বিশ্রাম নাই।
কৃষক বন্ধু ভাই,
তোমার দুঃখের সীমা নাই!

বন্যা ক্ষরা দেখা দিলে,
চাষির কি কষ্টে যে দিন চলে!
সে কথা তো বলি বার নয়,
চাষির ঋণের বোঝা চাপে মাথায়।
কৃষক বন্ধু ভাই,
তোমার দুঃখের সীমা নাই!

ফসলের ন্যায্যমূল্য কোথায়!
চাষির শ্রম গেলো বৃথায়।
চাষের ফসল ভোগ করছে সবাই,
কৃষকের কথা ভাবছে ক' জনাই।
কৃষক বন্ধু ভাই,
তোমার দুঃখের সীমা নাই!



রচনা - 31/12/2018