বিধি কি মনের সাধে
সৃজিলেন প্রকৃতি এ ব্রহ্মাণ্ড মাঝে
কী অপূর্ব সুন্দর!
প্রকৃতির মাঝে আছে এক
সর্বশ্রেষ্ঠ জীব, সে হল মানুষ।
তার রয়েছে অদ্ভুত কদর।
তার আছে জ্ঞান বুদ্ধি
বিবেক ও মন, আদব-কায়দা
সে অতি বিচক্ষণ,
সহজে সহসা ভুলে না সে,
সে অতি চতুর। দেখবো
কিসে মজে মানবের মন।
সাত সকালের ভোরে
পূব আকাশের দ্বারে
কেমন সুন্দর লাগে
রাঙা জামা গায়ে
যখন সূর্য মামা জাগে!
সাঁজের বেলা নীল আকাশে
পাখি সব গান গেয়ে
পাখা মেলে যায় উড়ে।
আকাশ তখন কী সুন্দর লাগে!
চন্দ্রোদয় না হলে আকাশে
ঘর অন্ধকার রাত গ্রাসিবারে আসে
কী সুন্দর লাগে রজনী
চন্দ্রের বিকাশে!
চাঁদরাতে দক্ষিণা পবনে
স্বস্তি পায় জীবনে
জ্যোৎস্না রাতে ভ্রমণে
কি মধুর লাগে দুজনে!
নদী মাঝে মাঝি
জোয়ারে নৌকা বেয়ে যায়
কী মধুর গান গায়!
কী সুন্দর লাগে তায়!
কানের কাছে বনের মাঝে
কোকিল ডাকে কুহু কুহু
এমন মধুর কন্ঠ
শুনি নাই কভু!
হাঁস দেখতে ভালো
সরোবর আরো ভালো
সরোবরে হাঁস চরে যখন
কি সুন্দর দেখতে তখন!
খাঁচায় পাখি পুষো না
একে ভালোবাসা কয় না
বনের পাখি থাকে
সুন্দর কয় তাকে।
খালে কাক বক চিল ওড়ে
এমন দৃশ্য আছে বিশ্ব জুড়ে?
ময়ূর যখন পেখম ধরে
কী সুন্দর দেখায় তারে!
তাল পাতার ডালে
বাবুই বাসায় দোলে
ভুবন মাঝে এতো সুন্দর
কোথায় গেলে মিলে?
বাগানে ফুল ফোটে
গুনগুনিয়ে মৌমাছি ছোটে
ফুলে বসে মধু খায়
কী সুন্দর লাগে তায়!
ক্ষেতের মাঝে চাষী রয়
আনন্দে গান গায়
সবুজে ভরে ওঠে
কী সুন্দর লাগে মাঠে!
নদীর ধারে বন আছে
ভরে গেছে সবুজ গাছে
পাখি সব গান গায়
কী মধুর লাগে তায়!
বনের ধারে হরিণ চরে
বাঁদর দেখে মজা করে
কী সুন্দর দৃশ্য!
লাগে বড় আশ্চর্য!
হরিণ পালে বাঘে তাড়ায়
সিংহ তখন গর্জে দাঁড়ায়
কী বলবো বলো
এ কেমন দৃশ্য হলো!
এভাবে সৌন্দর্যের ছবি
আঁকবো কত আর
প্রকৃতি হল বিধাতার
অপূর্ব অবতার,
মানব হল প্রকৃতির
শ্রেষ্ঠ অবতার
তার মনের মহিমা
বুঝা অতি ভার!
রচনা- 09/08/2017