কষ্ট করলে মেহনত দিলে
ঠিক ফল না পেলে
মনে কষ্ট হয়,
মনের ব্যথা প্রাণের কথা
এরূপ বহু দৃষ্টান্ত
দুনিয়া সংসারে রয়।
চাষে ধান কাটলে
চোরে চুরি করলে
কত কষ্ট লাগে বলো
জমির দিকে তাকালে!
গাই গরু পুষলে
বাছুর না হলে,
কত কষ্ট লাগে বলো
গাই এর দিকে তাকালে!
আম গাছ থাকলে
আম না ধরলে,
কত কষ্ট লাগে বলো
গাছের দিকে দেখলে!
রাস্তায় গাড়ি চড়লে
মাঝপথে অচল হলে,
কত বিরক্ত লাগে বলো
গাড়ির দিকে তাকালে!
ছেলে মানুষ করলে
বৃদ্ধ বয়সে না দেখলে
মনে কত কষ্ট লাগে
ছেলের কথা ভাবলে!
টাকা অপরকে ধার দিলে
প্রয়োজনে টাকা না পেলে,
কত কষ্ট হয় বলো
সেই লোকটিকে দেখলে!
পিচিং রাস্তা থাকলে
বাস-অটো না চললে,
কত কষ্ট লাগে বলো,
রাস্তার দিকে তাকালে।
ঝড় ঝাপটা হোলে
পাখির বাসা ভাঙলে
পাখি কত কষ্ট পায়
বাসার দিকে তাকালে।
বাঘ হরিণ ধরলে
সিংহ ছাড়িয়ে নিলে
বাঘের কত কষ্ট হয়
সিংহের দিকে তাকালে!
একটি ইঁদুর থাকলো
দুটি চিল ছোঁ মারলো,
যে চিল ইঁদুরটি না পায়
তার মনে কত কষ্ট হয়!
শিকার ধরতে গেলে
ফাঁদে বক পড়লে,
বকটি কত কষ্ট পায়
ফাঁদে আটকে গেলে!
মা ছেলেকে ডাকলে
উত্তর না দিলে
মা কত কষ্ট পায়
ছেলের দিকে তাকালে!
গাছে ফুল ফুটলে
ভ্রমর না এলে,
গাছ কত কষ্ট পায়
ফল না দিয়ে ফুল ঝরলে,
মন্ত্রী নির্বাচিত হলে
জনগণের কাজ না করলে,
জনগণ কত কষ্ট পায়
সেই মন্ত্রীর নাম শুনলে!
স্বামী স্ত্রী থাকলে
স্বামী স্ত্রীকে না দেখলে,
স্ত্রী কত কষ্ট পায়
স্বামীর দিকে তাকালে!
গুরু-শিষ্য থাকলে
গুরু সেবা না করলে,
গুরু কত কষ্ট পায়
শিষ্যের দিকে তাকালে!
কলমে কালি থাকলে
লিখতে না পারলে,
কত কষ্ট লাগে বলো
কলমের দিকে তাকালে!
চোরে চুরি করলো
চোর ধরা পরলো,
কত রাগ হয় বলো
চোরের দিকে তাকালে!
পরীক্ষায় ভালো লিখলে
ভালো নম্বর না দিলে,
কত কষ্ট হয় বলো
পরীক্ষক কে দেখলে!
ভিকারি অন্য চাইলে
ভিকারি অন্য না পেলে,
কত কষ্ট পায় বলো
ক্ষুধার অন্ন না খেলে!
ভাত খেতে বসলে
লোডশেডিং হলে,
কত কষ্ট হয় বলো
অন্ধকারে থাকলে!
রৌদ্রে পথ হাঁটলে
জল তেষ্টা পেলে,
কত কষ্ট লাগে বলো
তেষ্টার জল না খেলে!
খুব গরম পড়লে
ফ্যান না চললে,
কত কষ্ট লাগে বলো
গরম খুব লাগলে!
রেডিওতে ব্যাটারি থাকলে
রেডিও না চললে,
কত খারাপ লাগে মনে
সংবাদ না শুনলে!
পরীক্ষা কেন্দ্রে
সবাই পরীক্ষা দিলে,
কত কষ্ট হবে বলো
তুমি ফেল করলে!
শৈশব কালে
মা মারা গেলে,
কত কষ্ট পায় বলো
মাকে না দেখলে,
মাঠে খেলা হলো
দুটি দল খেললো,
কত কষ্ট লাগে বলো
তোমার দল হারলে,
খেতে উচ্ছে চাষ করলে
গাছে উচ্ছে ধরলে,
কত কষ্ট লাগে বলো
সেই উচ্ছে চুরি হলে!
মন্দিরে বিগ্রহ থাকলে
নিত্য পূজা না হলে,
কত খারাপ লাগে বলো
মন্দিরের দিকে তাকালে,
মসজিদ ঘর থাকলে
নিত্য নামাজ না পড়লে,
কত খারাপ লাগে বলো
মসজিদের দিকে তাকালে!
গীর্জা ঘর থাকলে
ঈশ্বরের নাম না নিলে,
কত কষ্ট লাগে বলো
গির্জার দিকে দেখলে!
এভাবে কষ্টের কথা
কইবো কত আর,
দুনিয়াটাই হলো তো
সুখ-দুঃখের বাজার।
দুঃখের পর সুখ
সুখের পর দুঃখ,
জীবনে তা ঘটবে
এ নিয়ে চিন্তা কি আর!
জীবনে সব সইতে হবে
ধৈর্য রাখতে হবে মাথায়,
সইলে সম্পদ না সইলে বিপদ!
কাতর হবোনা দুঃখ ব্যথায়।
রচনা - 13/08/2017