কোকিল কালো মেঘ কালো
কালো মাথার চুল,
জামা কালো ছাত্র কালো
যদি খাতায় লেখে ভুল
কাক কালো গরু কালো
কালো ঘরের ঝুল,
রাত কালো জীবন কালো
যদি চরিত্রে থাকে ভুল।

ছাগল কালো বিড়াল কালো
কালো চোখের চুল,
কালী কালো রাজ্য কালো
যদি রাজার থাকে ভুল।
শাড়ি কালো জামা কালো
কালো গরুর খুর,
কাজল কালো মা কালো
যদি সন্তান থাকে দূর।

কলম কালো ছাতা কালো
কালো দাড়ির চুল,
রং কালো ভক্ত কালো
যদি ভক্তিতে থাকে ভুল।
প্যান্ট কালো কয়লা কালো
কালো ভ্রূরুর চুল,
জুতা কালো বিচার কালো
যদি রায়ে থাকে ভুল।

রুমাল কালো মহিষ কালো
কালো ঘোড়ার চুল,
পিচ কালো শিক্ষক কালো
যদি শিক্ষায় থাকে ভুল।
কাগজ কালো শুইটার কালো
কালো গায়ের চুল,
চশমা কালো সতী কালো
যদি পতিব্রতায় থাকে ভুল।

মুরগি কালো হাঁস কালো
কালো কলমের কালি,
উনুন কালো রাত কালো
যদি চাঁদ থাকে খালি।
গেঞ্জি কালো বাছুর কালো
কালো চোখের তারা,
ভ্রমর কালো মালিক কালো
যদি হয় সর্বহারা।
টুপি কালো ছবি কালো
কালো ভেড়ার চুল,
হাড়ি কালো মানুষ কালো
যদি মনুষ্যত্বে থাকে ভুল।

দেখা গেলো বলতে হলো
দুনিয়াটা ভারী শেয়না,
দেখতে বিশ্রী শুনতে কুশ্রী
কালো রূপ কেউ চায়না।




রচনা - 17/07/2017