মাতব্বরের গম্ভীর হাসি প্রকাশ পায় হলে বাসি
কাজের মাঝে প্রকাশ পায় জনগণ দেখতে পায়
এমন ধারা টি মাতব্বরের মধ্যে দৃষ্ট হয়,
মনিবের কাছে ভৃত্য রয় হুকুম তামিল করতে হয়
সব কথাতে ফিকে হাসি এটা হল তার গুন রাশি
ভৃত‍্যের মাঝে এ দৃষ্টান্তে ভুরি ভুরি রয়।

বহুদিন চলে গেছে বেই বেয়ানের দেখা হয়েছে
কি আনন্দেরজোয়ার বয়েছেহাসিখুশিতেমেতেউঠেছে
এ হাসিটি চিতল হাসি নাম পেয়েছে
রাস্তা হাটে চলার পথে বন্ধু-বান্ধবের সাথে
মাথা নেড়ে হেসে ঠোঁটে যে যার পথে কেটে উঠে
এ হাসিটি ভাসা হাসি সবাই মিলে নাম দিয়েছে।

চক্রান্তকারী মানুষ যারা কঠিন হৃদয় হয় তারা
চক্রান্ত ফেঁসে গেলে বিরোধ দেখা দিলে
রেগে হেসে হেসে ঝগড়া করে তারা,
স্বামী পুত্র-কন্যা মারাগেলে স্ত্রী মাজননীকেঁদেফেলে
কাঁদতেকাঁদতে হারায় চেতনাতখনতারাকিছুইজানেনা
চেতনা ফিরে তারা কেঁদে হেসে আত্মহারা।

কথায় কথায় সদাই হাসে আনন্দেতে রয় ভেসে
ভালো-মন্দ করে না বিচার হাসি তাদের চির আচার
এমন মানুষ আছে গো সংসারে,
একটু হাসিরফুরসুৎ পেলে কিবিকটহাসিবেরোয়গলে
পাড়াপড়শি আঁতকে উঠে বসে সবাই এঁটে সেঁটে
সেই নামটি রটে আবার হাটে বাজারে।

এ আজব জগতে নানা ভাবের মানুষ আছেএভবেতে
লাভলোকসানেরচাকাতেলাভেরবোঝাআসেযখনবরা
তে,নীরব হাসি হাসে তারা শুনায় না কাউকে
সরল মনের মানুষ হয়না তারা বেহুশ
আনন্দ যখন আসে সরব হাসিতে ভাসে
মনের গলদ রাখে না তারা ভালোবাসে সবাইকে।

দুষ্টু মনের মানুষ স্বার্থে সদা থাকে হুঁশ
যখন নিঃস্বার্থ কথা আসে উড়িয়ে দেয় মুচকি হেসে
এমন মানুষ ছেয়ে আছে বিশ্ব সংসারে,
অনেক জ্ঞানী-গুণী মানুষ আছে এ বিশ্বভূবন মাঝে
প্রশংসার কথা এলে কাছে ঠোঁটের হাসি নেয়নাবেছে
নয়নে নয়নে হাসে মনের আধারে।

মনের মাঝে হাসির বাঁশি ফুটে ওঠে বেশি বেশি
নয় ছিদ্রের বাঁশের বাঁশি নব রসের ভরাট রাশি
হাসির মাঝে ফুটে ওঠে মানব মনের স্বরূপ খানি,
নানা মনের নানা মানুষ কেউ বা হুঁস কেউবা বেহুঁশ
হাসির ধাঁচে ধরার মাঝে ধরা পড়ে সবার কাছে
ওগো কেমন ভাবের কেমন মনের মানুষ তিনি।







রচনা - 05/01/2019