সবাই ডাকি 'আপনি'
বলতে পারো কখনি?
কোথায় কখন বলি,
বুঝবে তুমি এক্ষুনি।
'আপনি' তুমি ভাই,
আশ্চর্য গনি তাই!
সমাজের যতো উচ্চাসন,
তুমি করেছো সব গ্রহণ!
বিচারক অফিসার,
তুমি করেছো অধিকার
সব সরকারি কর্মচারী,
সেখানেও দখলদারি।
শিক্ষক পন্ডিত মশাই,
সেখানেও দেখতে পাই।
সব নেতা-নেত্রী মন্ত্রী,
তোমারি স্থান দিবারাত্রি।
ধনী মানী গুনী,
সেখানেও তুমি।
অপরিচিত যেখানে,
তুমিও সেখানে।
উকিল মহুরি ঠিকাদার,
সেখানেও তোমার আবদার।
মোড়ল মাতব্বর যিনি,
তাদেরও নিয়েছো কিনি।
রইলো কি বাকি?
সকলকে দিয়েছো ফাঁকি।
বঞ্চিত 'তুই' 'তুমি,
চতুর্দিকে চলেছে ভ্রমি।
বুঝতে গেলে এক অর্থে,
তুমি সকলেরই ঊর্ধ্বে।
আরো বুঝতে গেলে,
স্বর্গে যাও চলে।
রচনা - 26/11/2021