আমরা কুলি মজুর ভাই
আমাদের কথা কেহ ভাবে নাই।
আমরা না থাকলে পরে
মালের যোগান কেহ দিতো নাই,
আমরা থাকি বস্তি ঘরে
ডাকলে আমরা হাজির হই
আমাদের কথা কেহ ভাবে নাই।
করি গাড়ি ঝাড়াই ভরাই
মাল সাপ্লাই দেই আমরাই,
আমরা যদি না খাটি একদিন
অচল হবে গোটা সংসারটাই
আমাদের কথা কেহ ভাবে নাই।
আমাদের জীবনের নেই নিরাপত্তা
ডাক্তার কবিরাজ দেয় না কোন পাত্তা,
হাত পা ভাঙলে অ্যাকসিডেন্ট ঘটলে
এর জন্য ঠিকাদার দায় নেয় নাই
আমাদের কথা কেহ ভাবে নাই।
জীবনে নেই কোন স্বাচ্ছন্দ,
কেবল পাই দুঃখ নিরানন্দ।
আমাদের দুঃখের সীমা নাই,
আমরা কুলি মজুর ভাই;
আমাদের কথা কেহ ভাবে নাই।
রচনা - ০১/০১/২০১৯