একটু আগে একটু আগে যা ছিল এই ভু সংসারে,
বলিবার সাধ্য নাহি এক্ষুনি কি ঘটতে পারে!
সুখ দুঃখ হাসি কান্না ভালো-মন্দ আনন্দ-বেদনা,
কত কি যে ঘটতে পারে বিশ্বে, বীভৎস্য যন্ত্রণা!
একটু আগে হরিমোদি বসেছিল দোকানে!
এখন শুনি আর নাই তিনি এ মর্ত ভুবনে।
একটু আগেপঞ্চাশ বছরের বিষ্ণুবাবু অপুত্রক ছিলেন,
এইমাত্র শুনা গেল তিনি পুত্র সন্তানের পিতা হলেন।
একটু আগে বিরেশ বাবু ছিলেন প্রাইমারি টিচার,
এখন তিনি হয়ে গেলেন কলেজের প্রফেসার।
একটু আগে আনন্দবাবু ছিলেন বর্ধমানের বড় চাষী,
দীক্ষা নিয়ে তিনি এখন হয়েছেন বৃন্দাবন বাসী।
একটু আগে সানফ্রান্সিস্কো শহর ছিল ভালো,
ভূমি কম্পের ভূকম্পনে এখন পাতালে তলিয়ে গেল।
একটু আগে ফুজিয়ামা আগ্নেয়গিরি ছিলো ঘুমন্ত,
এখন দেখি আগুন জ্বলে হয়ে উঠেছে জীবন্ত।
একটু আগে মসজিদ খানি ছিল একেবারে শূন্য
এখন দেখি নামাজের সময় মুসলমানে পূর্ণ।
একটু আগে শিব মন্দির খানি ছিলো লোকজন শূন্য,
এখন দেখি মন্দির চত্বর ভক্তজনে পূর্ণ।
একটু আগে ধর্মসভার মাঠছিল ভক্তজনে পূর্ণ,
এখন দেখি সেখানে জন মানব শূন্য,
একটু আগে লুটু দাস ছিল বস্তিবাসী,
লটারি পেয়ে এখন তিনি হয়েছেন ফ্লাট বাসি।
একটুআগে পারের খেয়াখানি ছিল একেবারে ফাঁকা,
এখন দেখি নৌকাখানি যাত্রী জনে ঢাকা।
একটু আগে সুন্দরবনের বাড়িঘর ছিল ভালো,
সুনামির জলোচ্ছ্বাসে সবকিছুই তলিয়ে গেলো।
একটু আগে ছিলেন বামা বসিরহাট শহরে,
এখন এসেছেন তিনি তারাপীঠ মায়ের মন্দিরে।
একটু আগে ছিলেন সান্টু বোলপুর থানায়
তিনি এখন এসেছেন আলিপুর চিড়িয়াখানায়।
একটু আগেছিলেন মমতাজি আমাদের কোলকাতায়,
এখন তিনি পৌঁছে গিয়েছেন বাংলাদেশের ঢাকায়।
একটু আগে মোদীজি ছিলেন মুম্বাই শহরে,
হেলিকপ্টারে তিনি এখন লন্ডন সফরে।
একটু আগে জ্যোছনা রাতে আকাশ ছিল ফাঁকা
এখন দেখি কালো মেঘে আকাশ গেছে ঢাকা।
একটু আগে জম্মু-কাশ্মীরে 370 ছিল বলবত
এখন দেখি মোদিজি সেই ধারা করেছেন উৎখাত।
একটু আগে পূর্ববঙ্গের নাম ছিল পূর্ব পাকিস্তান,
এখন দেখি 'বাংলাদেশ' হয়েছে তার নাম।
একটু আগে হরি রায় ছিলেন বড় মস্তান
এখন তিনি ধর্মশাস্ত্রে হয়েছেন ভক্তিমান।
একটু আগে বঙ্গোপসাগর ছিল একেবারে শান্ত
এখন দেখি আমফানে দক্ষিণবঙ্গ হয়েছে বিধ্বস্ত।
একটু আগে ছিলাম আমি হাওড়া স্টেশনে,
এখন আমি চলে এসেছি সুন্দরবন ভ্রমণে।
এভাবে ভেবে ভেবে আমি সীমা অন্ত নাহি পাই,
তাই বলতে চাই,এদুনিয়াটা বড় পরিবর্তনশীল ভাই।
একটু আগে একটু আগে যা ছিল এই বিশ্ব,
এখন দেখছি অনেক কিছুই নতুন নতুন দৃশ্য।
একটু আগে তোমরা আমরা যা দেখছি যা ভাবছি,
এখন সেই ভাবনা সেই দৃশ্যের নাগাল নাহি পাচ্ছি।
রচনা - 24/09/2021