"ভূতের বাড়ি"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার
ভূতের বাড়ি মধুর হাড়ি
হাঙর হায়না চরে,
ইঁদুর শেয়াল বুদ্ধি খাটায়
কুটিল কৌশল করে।
দিনের আলো সয়না তাদের
লুকায় শেওড়ার ডালে,
ভয়ংকর সব কর্ম করে
গহন আঁধার কালে।
বানায় পাহাড় অর্থ-বিত্তের
ভূত আর পেত্নী মিলে,
আয়ের কাঁঠাল ভেঙেচুরে
খাচ্ছে তারা গিলে।
সমাজ নামক সাদা সার্টে
বৈষম্যের রং ছিটায়,
শোষণ তোষণ ও নির্যাতন
তাদের হিসাব মিটায়।
সিন্ডিকেট তো কালবৈশাখী
তান্ডব চালায় জোরে,
সাম্যবিহীন কষ্টের নদী
বানায় ঘরে ঘরে।
ঠুকলে জ্ঞান ও আইনের পেরেক
সিন্ডিকেটের বুকে,
ভাঙবে তবে ভূতের বাড়ি
থাকবে মানুষ সুখে।
ঢাকা / ১৩-৭-২০২৪