"ভাষার তরি"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।
বৈঠা বাইয়া ভাষার তরি
কালের গাঙে চলে,
দুই তটে তার লক্ষ পসরা
ইচ্ছে মতো তোলে।
পৈতা টুপি ক্রস কাঁসায়া
নেইতো আর ভেদাভেদ,
জাত বেজাত ও সাদা কালো
বাইবেল ইঞ্জিল আর বেদ।
আরবি ফার্সি হিন্দি সংস্কৃত
ইংরেজি আর পালি,
সবার সাথে সখ্য গড়ায়
দিচ্ছে সবাই তালি।
ইতিহাস আর সাহিত্যতো
আছে একই রথে,
কাব্য গীতি আর চর্যাপদ
চলছে একই পথে।
বাদ যায়নাকো খৈয়াম গ্যোটে
গোর্কি আর শেক্সপিয়ার,
গাড়ি ঘোড়া তারাও ওঠে
মেশিন মটর গিয়ার।
অর্থের ইঞ্জিন যুক্ত হলে
গতি যায়কো বেড়ে,
বেইজিং গ্যাংটক প্যারিস লন্ডন
সবই এসে ভেড়ে।
তিমির মতো ছাঁকুনি ছেঁকে
জুৎসই রসদ ধরে,
সকল কিছু হজম করে
আপন মনে করে।
গায় গতরে বাড়তে থাকে
বৃহৎ তিমির মতো,
পাড়ি জমায় সাগর পারে
ভক্ত কোটি শত।
সময়ের ধারায় ভরা খেয়া
ভরবেগ রাখলে ধরে,
কালোত্তীর্ণ খেয়া তবে
জয়ের তিলক পরে।
সবার মুখের বুলি সেতো
ফুটে খৈইয়ের মতো,
বিজয় বেশে ঘুরে ফিরে
আছে মুল্লুক যতো।