"ভালো মানুষ"
(মরমি কবিতা)
৪+৪+৪+৪ স্বরবৃত্ত মাত্রা ছন্দে রচিত।
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল

মিথ্যার ঘরে বসত করি আমি সব সময় এ ধরায়,
ঘূর্ণি পাকে ঘুরে এ জীবন অতি
বিপন্ন সদায়।
জীবন তো নহে যেন টলয়মান পানি কচু পাতায়,
যে কোন মুহূর্তে তো এ জীবন লীলা শেষ হয়ে যায়।

পরম সত্যের খোঁজ করি বেড়াই সদায় এ বসুন্ধরায়,
জগৎ সংসারে মায়ার বাধনে সদা আবদ্ধ নয়।
ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যাই ত্যাগ  তিতিক্ষার মহিমায়,
যেন বিধাতারে পেয়ে যাই সংসার ছাড়ার বিনিময়।

নিরজনে পরম সত্য খুঁজে নাহি পাই এ ধরায়,
পরম সত্য যে সংসার মাঝে  লুকিয়ে থাকে সদায়।
কাজ কাম করি সদা মনোযোগের সাথে সংসার যাত্রায়,
সৃষ্টিকর্তারে মনের  মাঝে পাই তখন পূরো মাত্রায়।

খুঁজি আমি সদা বিধাতারে ঋণীর ঋণের বোঝায়,
মাথার ঘাম পায় পড়া কিষাণ কিষাণীর লাঙলের ফলায়,
শ্রমিক ও ক্ষেত মজুরের ঘামে ভিজা মুখের ঘাম মুছায়,
দুখে পুড়ে দেহ ঝলসানো ভিখারির মনের জ্বালায়।

আমার সুখে হাসে ও দুখে সতত কাঁদে সবায়,
এভাবেই পরম সিদ্ধি লাভ হয়ে থাকে আমার আত্মায়।
আমার মরন শত সহস্র জনকে অঝোরে কাঁদায়,
ভালো মানুষ আমি পরপারে থেকে সব দেখি হেথায়।

বেঁচে থাকি আমি যে মানবের মাঝে কর্ম দ্বারায়,
আমার আশীর্বাদের ছায়া সদা রয় মানুষের মাথায়।
হেসে হেসে মরনের ডাকে সাড়া দিয়ে এ ধরায়,
পরম সুখে আমি যে অপারে যাই সবারে কাঁদায়।