. "উদ্যোক্তার উদ্যোগ"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি)
উদ্যোক্তা হয় গড়বো জীবন মনের মতন করে
বিদ্যা শিখে খুঁজবো না আর চাকরি পরের ঘরে।
কর্মমুখী শিক্ষা নিয়ে আগায় গেলে পরে
ধরার বুকে বাঁচবে তবে মাথা উঁচু করে।
উদ্যোম উদ্যোগ প্রাণশক্তি আর আত্মবিশ্বাস নিয়ে
গড়ে তোলো ব্যবসা ফার্ম মনন মেধা দিয়ে।
পুঁজির কথা নাইবা ভাবলে আছে ব্যাংক পাছে
হাত-কলমে ট্রেনিং নিয়ে যাওনা ব্যাংকের কাছে।
মানসম্মত প্রজেক্ট দিলে ব্যাংক দেবে টাকা
বুদ্ধি মেধা খাটায় পরে ঘুরাও ব্যবসার চাকা।
আর দশ জনের কর্মসংস্থান হবে তোদের জন্য
সুখের কেতন উড়বে দেশে তোমরা হবে ধন্য।
রচনাকাল: ০৮/০৫/২০২৩