"উদ্যোক্তা সবার সম্পদ"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
ধনী-গরিব দুটি রূপ বাতির মতো জ্বলে
মনন মগজ সুইচ বটে স্বীয় ইচ্ছায় চলে।
থাকলে টাকা ধনী হয়না এতো সুইচের খেলা
টাকা ছাড়াই উদ্যোক্তার দল খেলে সারাবেলা।
ধনীরাতো শিকারি বাঘ গোঁফে চেনা যায়
প্রশিক্ষণ আর আর্থিক বুদ্ধির প্যাঁচ কষে সর্বদায়।
ঝুঁকির ঝাঁকুনি সহ্য করে নির্ভয়ে তরি বায়
পাহাড় সমান সম্পদ বানায় সংকট দূরে ধায়।
এরা কিন্তু সোনার সন্তান এসেট ভূবন তলে
বিল গেটস আর টাটার মতো সবার জন্য জ্বলে।
আর্থিক কৌশল বুদ্ধির বীজতো মগজ মাঠে চাষে
উদ্যোগ বৃক্ষ ছড়ায় শাখা ধনে ধরা হাসে।
আর্থিক বুদ্ধি সিংহের মতো বিপ্লব ঘটায় চলে
উদ্যোক্তারা বানায় সম্পদ শান্তির প্রদীপ জ্বলে।
এরা কিন্তু ঝর্ণার মতো ধনের ধারায় ঝরে
নানান ধারা গড়ে তারা দৌলত সাগর ভরে।
প্রতিহিংসায় ছাঁটলে কিন্তু উদ্যোক্তা বৃক্ষের ডাল
আনবে কুমির স্বীয় ঘরে কেটে অতল খাল।
ঢাকা ০৫-১১-২০২৪