রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল,
পিএইচ.ডি. (ঢা.বি.)
মোদের দোলায় ধরণী তলায়
ঘুরছি অবিরত,
ভানুর খেলায় পরশ বুলায়
সতেজ সতত।
দিবাকরের ছোয়ায় মর্তে মূর্ত ত্বরায়
জীবের আধার,
আলো ঝলমলে সবুজ শ্যামলে ভরে যায়
অন্তর মাঝার।
ভোরের মেলায় চোড়ক খেলায় ডুবে যায়
কিরণ মালা,
কোলাহল থেমে যায় ফিরে ধায়
আঁধারে কালা।
তিমিরের মাঝে ছড়িয়ে আছে সুরভি সমাহার
খুঁজে নাও এবার,
ভানুর মেলায় ভেল্কি খেলায় মনোরঞ্জন নয় আর
এটা স্মৃতি তোমার।
চিত্তের বৃত্তে ছলনায় খেলোনা এ বেলায়
আগাও উজান বায়,
নীল নীলিমায় তারার মেলায় সুরভি ছড়ায়
তব অন্তর জুড়ায়।
অপরূপ সাজায় মায়ামি তমসায় চাঁদনি সরোবর
ধরাতলে জোছনা জ্বলে,
বিমূর্ত মর্তে অপরূপ স্নিগ্ধতায় মূর্ত মনোহর
অন্তর আবেগে দোলে।
শুভ্র জোছনায় প্রভার বন্যায়
পুলকিত এ ধরা,
যায় ভেসে হেসে হেসে মনের কালিমা অন্যায়,
তমসায় আচ্ছন্ন তারা।
হারানো আভার অভাব আর অনুভবে নয়
বিমর্ষতা তুলে রাখো,
ছায়াপথের মায়ায় আলোছায়ার খেলায় হবে জয়
মনমাধুরী আঁকড়ে থাকো।
চাঁদ তারার খেলা ভোগ কর এ বেলা
নয় অতীত কারবার,
নগদ যা পাও হাত পেতে নাও স্বর্ণ ঢেলা
আনন্দময় সমাজ সংসার।