"ঠোঁটের মাঝে হাসে গোলাপ" (গীতিকবিতা)
(স্বরবৃত্ত ছন্দের রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি), কবি, গীতিকার ও অথর
ঠোঁটের মাঝে হাসে গোলাপ চোখে তারাবাতি,
রূপের আলোয় জ্বলে জোনাক সারা দিবারাতি।
সাগর নদী ঝর্ণা হাসে মেঘের কোলে বৃষ্টি
মুখের হাসি ভুবন জোড়া খোদার অপার সৃষ্টি।
হাসলে পরে মুক্তো ঝরে হৃদয় মারে যাঁতি।
ঝর্ণা নামে মিষ্টি মধুর ডাকে পাখি বনে
কন্ঠ ভরা মধুর আওয়াজ বাজে হৃদয় মনে।
মোহন সুরের সেই আওয়াজে যায় সকলে মাতি।
মানুষ নাকি হুর পরী চোখে লাগে ধাঁধা
রূপের ছটায় পাগল হতে নেইকো কোনো বাঁধা।
রূপের বাহার দেখলে পরে কাঁপে বুকের ছাতি।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা।
তারিখ: ০৫/ ০৭/ ২০২৩।