"স্বাধীনতার সুফল"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি)
কবি, গীতিকার ও অথর
রক্তের নদী পাড়ি দিয়ে
স্বাধীনতা আসলে 'পরে,
জ্ঞান গরিমার মুক্তি ঘটে
কারাবন্দি মগজ ঘরে।
আঁধার কেটে জোৎস্না নামে
অক্সিজেনে বক্ষ ভরে,
সাহস শক্তি দুটোই বাড়ে
সর্বজনের মনের ঘরে।
পদাঘাতের নগ্ন পাদ্বয়
পড়েনা আর বক্ষ 'পরে,
শেলাঘাত আর কটু বাক্যের
মৃত্যু ঘটে কবরঘরে।
খোলা রাস্তায় চলতে পারে
যেমন খুশি তেমন করে,
ভীতি ভেঙে নিজের কথা
বলতে পারে মনের জোরে।
গুনগুনিয়ে গাইতে পারে
আনন্দের গান হৃদয় ভরে,
আবহমান বাংলার ছবি
ফুটে ওঠে চিত্তের 'পরে।
আকাশ বাতাস পাহাড় নদী
বাজায় ডঙ্কা দেশের তরে,
উজানে যায় দেশের তরি
স্বীয় মাথা উঁচু করে।
পাহাড় সম ঢেউয়ের সাগর
পাড়ি দিয়ে ওঠলে 'পরে,
মানবীয় শান্তির বায়ু
বয়ে চলে ঘরে ঘরে।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা।
তারিখ: ০৮-০৪-২০২৪