"প্রীতিময় বাংলাদেশ"
(দেশাত্মবোধক কবিতা/গান)
৭+৭+৬ মাত্রা বৃত্ত ছন্দে রচিত।
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
এ যে বাংলাদেশ - রূপের নেই শেষ
ধনে জনে ভরা,
জননীর মায়ায় - অঞ্চল ছায়ায়
থাকি সদা মোরা।
অপরূপ রূপে - পুষ্প পল্লবে
সারা দেশ ঘেরা,
দোয়েল ময়নার - মধুর গানে গানে
মোরা মনহারা।
মেঘ মেলায় চলে - ভাস্কর মামার
লুকোচুরি খেলা,
শাখীর শাখে পাখ - পাখালি গেয়ে চলে
সুবা সাঁঝ বেলা।
সারা অঙ্গে আঁকা - সহস্র নদীর
আঁখি জল ধারা,
শ্যাম সবুজ মাঠে - পবনের খেলায়
মন দেয় নাড়া।
এ যে বাংলাদেশ - রূপের নেই শেষ
ধনে জনে ভরা,
জননীর মায়ায় - অঞ্চল ছায়ায়
থাকি সদা মোরা।
নদ নদীর কোলে - ঘুমাই নিশি কালে
তারার মেলায়,
জেগে উঠি সদাই - পাখ পাখির গানে
বিহান বেলায়।
রাত্রির বেলায় - তারকার মেলায়
জোছনায় ভরা,
চাঁন্দের আভায় - কুসুমের সুবাসে
সারা কায়া জড়া।
এ যে বাংলাদেশ - রূপের নেই শেষ
ধনে জনে ভরা,
জননীর মায়ায় - অঞ্চল ছায়ায়
থাকি সদা মোরা।
আলো বায়ু ঘেরা - ফলে ফসলে ভরা
খেয়ে বাঁচি মোরা,
এ সোনার বাংলা - সুসলিলা সুফলা
মায়া দিয়ে ঘেরা।
এমন একটি দে/-শ বসুন্ধরায়
পাবে নাকো তোরা,
এ যে বাঙ্গালীর - জনমের জননী
প্রীতিময় ধরা।
এ যে বাংলাদেশ - রূপের নেই শেষ
ধনে জনে ভরা,
জননীর মায়ায় - অঞ্চল ছায়ায়
থাকি সদা মোরা।