"সত্য মিথ্যার লড়াই"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ,ঢাকা, বাংলাদেশ ।

দ্বীনের তেলে ভাজলে মগজ
                          সত্যের হ্যাজাক জ্বলে,
মিথ্যা সেতো গয়বলস হিটলার
                         ডুবে অতল জলে।
ভাঁওতাবাজির তুফান এলে
                        তাকওয়ার পাল তোলে
পাপের সাগর দাওরে পাড়ি
                        অন্যায়ের পাহাড় দলে।

সত্য সেতো আলির তলোয়ার
                       ঝিলিক মারলে পরে,
মিথ্যায় গড়া কাঁচের স্বর্গ
                      ভাঙে সত্যের জোরে।
মিথ্যা কিন্তু মরীচিকা
                     বিভ্রম সৃষ্টি করে,
জ্বাললে অনল মানবতার
                    জ্বলে চিতার 'পরে।

প্রতিবাদতো ওমরের তাজ
                   সূর্যের তেজে জ্বলে,
উত্তাপে তার মনের ময়লা
                   মোমের মতো গলে।
উদারতায় ওসমান হলে
                   দুঃখ সবাই ভুলে,
বনলে বকর পবিত্রতায়
                 শান্তির নিশান দুলে।

তেরেসারে চাষলে পরে
                 মনন মেধা ভরে,
আঁতুড় আর্তের গোঙান বন্ধ
              হয়কো ঘরে ঘরে।
দ্বীনের আলোয় দেখলে বিজ্ঞান
                  নৈতিক বিদ্যুৎ জ্বলে,
আনন্দে রয় মানবজাতি
                শান্তির কেতন তলে।

কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্যবাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ: ০৪-০৫-২০২৪