"সময় বনাম মূল্য"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর

কালি ছাড়া অচল কলম
                       ছুঁড়ে ময়লার টিনে,
অতি ভক্তির পানসে পুষ্পের
                    ঠাঁই মিলে ডাস্টবিনে।
তাজা মাছ আর টাটকা সবজি
                      পচলে কিন্তু দাম নাই,
তেমনি করে বাসি পেপার
                       টেবিলে পায়না ঠাঁই।

পাঠ্যপুস্তক পাঠের সাথী
                     শিক্ষা জীবন বেলায়,
পরীক্ষা শেষে বর্জের বস্তা
                         থাকে অবহেলায়।
সময়ের সাথে পাল্লা দিয়ে
                       মূল্যের ঘোড়া চলে,
টাইম হারালে সবাই তারে
                     ল্যাংড়া খোঁড়া বলে।

কতক মানুষ গিরগিটির ন্যায়
                         বর্ণ পাল্টায় ক্ষণে,
হাঙরের ন্যায় উদর ভরে
                        যখন যা চায় মনে।
আনুকূল্যের ফসল খেয়ে
                       বেমালুম যায় ভুলে,
কুৎসার কুঠার বেদম চালায়
                       মান সম্মানের মূলে।

দান দক্ষিণা সিজোনাল ফল
                         ঋতুভিত্তিক ফলে,
রাখলে মনে বেদনার নদ
                          হৃদয়ে বয়ে চলে।
কল্যাণ কর্ম শিশির বিন্দু
                          কচু পাতার পানি,
রোদ বাতাসে হারিয়ে যায়
                           বাড়ায় কষ্টখানি।

হিতসাধনের তুষ্টি তরি
                       বাইলে জীবন ভরে
শান্তি হারায় সন্তোষ শঙ্খ
                        বাজেনা আর ঘরে।

ঢাকা/ ২০-০৭- ২০২৪