"শূন্য হৃদয় পূর্ণ করে"
(গীতিকবিতা)
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা.বি.)
শূন্য হৃদয় পূর্ণ করে ভরিয়ে দাও
চিত্ত খানায়,
হাজার জনের মাঝে তুমি আমার মনের
রাণী সদায়।
মেঘে ঢাকা মনের আকাশ যেন অমা-
বস্যার নিশি,
মেঘ কেটে যায় প্রেমের ছোঁয়ায় যেন তুমি
উজ্জ্বল শশী।
এসো কাছে মনের পাশে প্রেমের ছোঁয়ায়
রই দুজনায়।
চাঁদের মতো ঝিলিক মারে তোমার শুভ্র
বদন খানা,
বিরস মনে প্রেমের পুষ্প ফোটায় কেড়ে
নাও মন খানা।
আমার মনের মণি কোঠায় তোমারই প্রেম
আগুন জ্বালায়।
এক ফুল ডোরে দুটি হৃদয় বেধে রাখি
সারা দিন ক্ষণ,
এসো বুকে মাথা রেখে করি মোরা
প্রেমকে বরণ।
হৃদয় ভরে তোমার প্রেমের বাধন ছেঁড়া
ঢেউয়ের ছোঁয়ায়।