"শিথিল বন্ধন"
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
অংশু মালির বোনা মালা গলে শোভা পায়
শ্যামল জমিনে,
শ্যামলিমার মায়ার শ্যামসুন্দর ছায়া ধায়
মনের গহীনে।
ধরাধাম কত অনুপম কত মনোহর
সকলেই জানে,
গগন সায়রে হাসে সুন্দর শশীকর
সবাই তো মানে।
সাগরের নীরে তরঙ্গের মায়া কান্না
শুধাই যে কারে,
ধরায় অসুর এর চুড়ই ভাতি রান্না
বুঝাই যে কারে।
ধরায় কালের স্রোতে হারায় পায়রায়
দেখে তো সবাই,
মায়া দেবী তাপে তার আঁচল খানা পোড়ায়
ভাবি যে সদাই।
পারাবারে আস্থা দাতা চরাচরে বিধাতা
যেন শ্রী হারা,
রামমোহন পিছে থাকে মুখ লুকিয়ে শীতা
সব পথ হারা।
ধরাকে সরা জ্ঞান করে অসুরা রাবনে
বেড়ায় দাবড়ে,
মমতা আধার ছেড়ে বাদাড়ে ঘুরে রোদনে
তপবন ছেড়ে।
বসুন্ধরায় কুসুম কলি শোভিতো বাগে
প্রকাণ্ড ঝড়ে,
বদ্ধতা ছেড়ে যোজন যোজন পিছে আগে
স্রোতের তোড়ে।
শোভিত লাইলি মজনুর প্রেম উদ্যান
দীপ্তি হারালো,
সার্দুলের প্রমোদ তরী গমনে আগুন
লাগে ছাই হলো।