"শেষ স্টেশন"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি), কবি, গীতিকার ও অথর
জীবন নদীর বাঁকে বাঁকে চলছে নানান খেলা
খেলতে খেলতে ঘনায় এলো জীবনের সাঁঝ বেলা।
শিশুকালটা সেকেন্ড কাঁটা চলছে তিরের বেগে
চাঁদের মতো মনটা ছিল অল্পে যেতাম রেগে।
মন মাতানো গল্প শুনতে উঠতাম দাদুর কোলে
মাছের মতো সাঁতাড় কাটতে নামতাম গভীর জলে।
জীবন নদীর গোল ঘড়িটা সেকেন্ড কাঁটা ছেড়ে
মিনিট কাঁটার কৈশোর গাঙ্গে নোঙর দিলো গেড়ে।
কৈশোর কালটা হেসে খেলে কাটতেছিল ভালো
বইয়ের বোঝা চাপলো ঘাড়ে ফুটলো মাথায় আলো।
জ্ঞানের হেচাক মাথায় নিয়ে ঘন্টার কাঁটায় এলাম
দৌড়ের গতি কমে গেলো শান্ত হয়ে গেলাম।
জীবন নদীর রেল গাড়িটা থামবে কোথায় গিয়ে
ভাবনার বোঝা বেজায় ভারি ভাবছি মাথায় নিয়ে।
কাঁটা ছাড়া শেষ স্টেশন আলোয় থাকুক ভরে
এ কামনায় জ্ঞানের প্রদীপ জ্বালছি ধরার 'পরে।
মানবতার বিদ্যুৎ জ্বালছি সবার মগজ ঘরে
সেই আলোতে শেষ স্টেশন থাকুক যেন ভরে।
তারিখ: ১৮ - ০৫ - ২০২৩।