"শারদ সুন্দরী"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর

খুললে ঘোমটা শীত বধুটা অরুনের তেজ কমে
শাসন দণ্ড ভাঙে রবির শরৎটা বেশ জমে।
শরৎ শীতের আগাম পাখি মেললে হিমেল ডানা
হাসে তখন ফুলেল শারদ নেইকো রোদের হানা।

শরৎ কিন্তু দারুন বটে শীত-গরমের শাসন নেই
রবির ছটা গায়ে ফুটেনা আরামটা রয় সেই।
নরম গরম রোদের মেজাজ ডরায় না আর কেউ
সুখ সাগরে সাঁতাড় কাটে নন্দ ভরা ঢেউ।

প্রভাত বায়ু বয়ে যেনো শিশির ভরা ঘ্রাণ
বিকেল বেলার নরম মেজাজ জুড়ায় সবার প্রাণ।
লক্ষ তারার প্রদীপ জ্বলে গগন গঙার বুকে
ফালি ফালি মেঘের মেয়ে ঘুরে হাসি মুখে।

গা ছুঁয়ে যায় গোধূলি বাও পানসিগুলো দোলে
দুলে যেনো শাপলা শালুক ঢেউয়ে ভরা জলে।
শারদ সূর্য প্রেমিক বটে সবাই বাসে ভালো
ময়ূরী আর সারসের নাচ শরৎ করে আলো।

শারদ কন্যা সুশ্রী বটে মুখে জোনাক জ্বলে
যে যেমনে চায় তেমনি দোলায় মনের তালা খোলে।

ঢাকা, বাংলাদেশ, ০২-১১-২০২৪