"শারদীয় ললনা "
(আধুনিক গান / কবিতা)
স্বরবৃত্ত মাত্রা ছন্দে রচিত

রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ. ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ২৭/১২/২০২০

শুভ্র সাদা শারদীয় মেঘের ভেলায়,
তোমায় নিয়ে বাইয়া যাবো গগন গঙায়।
চাঁদনি রাতে জোছনায় হাসবো দুজনায়,
কুয়াশায় মোড়া আবেগ ভরা সুখ
শয্যায়।

শুভ্র সাদা শারদীয় মেঘের ভেলায়,
তোমায় নিয়ে বাইয়া যাবো গগন গঙায়।

শরতের শশীকর সারা অঙ্গে মাখায়,
রবির লাল আভায় আলতা পরাবো
দুপায়।
দেবো যতনে শারদ তারার ফুল খোঁপায়,
কানে কামিনীর দুল শিশির বিন্দু নাসিকায়।

শুভ্র সাদা শারদীয় মেঘের ভেলায়,
তোমায় নিয়ে বাইয়া যাবো গগন গঙায়।

সাত নুরি হার রঙধনুর সাত রঙে রাঙায়,
মন মাধুরী  মিশায় কন্ঠে পরাবো তোমায়।
শরতের সকালের শান্ত মেঘের মায়ায়,
শিশির সিক্ত দূর্বার আঁচল জড়াবো কায়ায়।

শুভ্র সাদা শারদীয় মেঘের ভেলায়,
তোমায় নিয়ে বাইয়া যাবো গগন গঙায়।

শারদ ললনার রূপ তোমার রূপের ছটায়,
আজীবন রাখবো তোমায় মনের মণিকোঠায়।
শুভ্র সাদা শারদীয় মেঘের ভেলায়,
তোমায় নিয়ে বাইয়া যাবো গগন গঙায়।