"সার্বজনীন কবি সত্তা"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
কবির কাব্য বিশ্বের সম্পদ
মানবতার ছায়া,
ব্যবহার হয় ইচ্ছেমতো
করেন সবাই মায়া।
রবির আলো যেমন ছড়ায়
সারা ধরার 'পরে,
কাব্যের কিরণ ছড়ায় তেমন
বিশ্ববাসীর ঘরে।
সাগর বক্ষের ঢেউয়ের মতো
কবির কলম চলে,
রাজা প্রজার গণ্ডি ভেঙে
সবার কথা বলে।
দ্রোহের অনল জ্বালায় সেতো
শোষণ পীড়ন হলে,
সত্য সাম্যের কলম যুদ্ধে
রাজার দন্ড জ্বলে।
আকাশটা তার ঘরের চালা
জগৎজোড়া বাড়ি,
ঠিকানা তার বসুন্ধরা
ম্যাপের সীমা ছাড়ি।
ধর্ম বর্ণের নিগড় দিয়ে
যায় না বাধা তারে,
সব ব্যবধান করতে সমান
কভু নাহি হারে।
কবিত্ব গুণ বাঁশির মতো
বাজলে সবাই শোনে,
জাতি-ধর্ম নির্বিশেষে
মুগ্ধ সর্বজনে।
কাব্য কিন্তু কবির সন্তান
জন্মে বুদ্ধির বলে।
কর্ষণ করে মানবতা
শান্তির ফসল ফলে।
রবী নজরুল খৈয়াম গোর্কি
সেক্সপিয়ারে নেই ভেদ,
কবির লেখা পড়ে সবাই
ভুলে মনের খেদ।
কবির সাথে দিলে পাল্লা
ভেস্তে যায় সিংহাসন,
অসির চেয়ে মসি বড়
জানে সর্বজন।
ঢাকা, ০৯-১০-২০২৪, রাত ৯ টা ১২ মিনিট