সাজেক গীতি
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার
সাজেক সেতো মেঘের রাজ্য রূপে ঝলমল করে,
মেঘ পাহাড়ের মিলন মেলায় দর্শকের মন ভরে।
সাজেক মঞ্চে নাচে চন্দ্র জোছনা পেখম মেলে
রোদ্র হাসে মেঘের কোলে লুকোচুরি খেলে।
মেঘ মেদুরের মিষ্টি হাস্যে মনটা যায়কো ভরে।
নানান সাজে সাজেক মাঠে ঋতুর খেলা চলে,
সূর্যি মামার উদয় অস্তে বর্ণিল বেশে দোলে।
কুয়াশার ঝাঁক বুলায় পরশ মেঘের কান্না ঝরে।
সাজেকবাসীর কৃষ্টি কালচার সবার হৃদয় নাড়ে,
কারু কর্মের চারু পণ্যে চোখের নজর কাড়ে।
শৈল শালায় সাজায় পশরা পরিপাটি করে।
উপজাতির নারী পুরুষ সবাই কর্ম করে,
লুসাই গ্রামের জীবনযাত্রা দেখলে মনটা ভরে।
নারীরা যায় মাঠের কর্মে পুরুষরা রয় ঘরে।
বাড্ডা, ঢাকা, বাংলাদেশ। তারিখ: ০২-০৪-২০২৫