সাজেক গীতি -০২
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার
নানান বর্ণে সাজে সাজেক রূপের নেইকো শেষ,
সূর্যি মামার উদয় অস্তে বদলে যায়কো বেশ।
মাথায় দিয়ে মেঘের ঘোমটা সাজেক বধু লাজে,
গায়ে মেখে কুয়াশা ক্রিম সাজে মোহন সাজে।
তুষার ঘেরা বাসর ঘরে দেখতে লাগে বেশ।
সাজেক শোভায় শশী হাসে জোছনা পেখম মেলে,
মেঘের কোলে রৌদ্র হেসে লুকোচুরি খেলে।
নীহার নদে ভাসে ভ্যালি আকাশে দেয় ঠেস।
বিশ্বজোড়া সাজেক মঞ্চ হিমেল হাওয়ায় দোলে,
সবুজ ভরা ভ্যালির কোলে ঝর্না নেচে চলে।
মেঘ পাহাড় আর দর্শক মিলে হাসে ভেলির দেশ।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
বাড্ডা, ঢাকা, বাংলাদেশ। তারিখ: ০২-০৪-২০২৫