"সাহিত্য সমাজের দর্পণ"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা. বি.)
সাহিত্য সেতো মূল্যবান রতন মানব সমাজের দীপ্তিময় বিশাল দর্পণ
জারি রাখে সামাজিক ফরমান,
জাতির ধ্যান ধারণা চিন্তা চেতনা মনন মেধার প্রকাশ ঘটায় অনুক্ষণ
যেন জ্বালায় শিখা অনির্বাণ।
সাহিত্য সেতো মহা সাগরের পর্বত সম উর্মিমালা ও সীমাহীন প্রান্তর
দৃষ্টি সীমার গণ্ডি ছাড়িয়ে যায়,
সমাজ সংস্কৃতি ধর্ম রাজনীতি প্রেম প্রীতি ভালোবাসা সবি এর ভেতর
সুঘ্রান ছড়ায় সারাক্ষণ মলয়।
সাহিত্য সে তো বিশাল জ্ঞানের ভান্ডার কুল কিনারা নেই এ দরিয়ার
কল্যাণের কজ্জল সৃষ্টে সদায়,
এ যে জীবনের সঙ্গী পাল্টায় দৃষ্টিভঙ্গি জীবন খেলায় জুড়ি নেই তার
কাননে কুসুম কলি ফুটায়।
সাহিত্য সেতো সকলের প্রেরণা সদা জাগ্রত রাডারের মতো মহাশক্তি
দুর্বল বাহিনীর সাহসের আধার,
এতো ঘুমন্ত ডিনামাইটের অগ্নিযুক্ত সলিতা নজরুলের দারিদ্র ভক্তি
কুপ্রবৃত্তি জয়ে ক্ষুরধার হাতিয়ার।
সাহিত্যের পরিধি বিশাল ব্যাপক যেন ডারউইনের বিবর্তনের ধারা
রবীন্দ্র সাহিত্যে প্রেম মাঠে ঘাটে,
বারোতে সংসার ষোলতে পোলাপান কুড়িতে বুড়ি ও সৌন্দর্য হারা
এ প্রতিবিম্ব অতীত সাহিত্যের মাঠে।
আধুনিক সাহিত্যের নায়িকারা পঁচিশ ও ত্রিশে এ বিয়ের কথা ভাবে
থাকে সদা স্বীয় রূপ চর্চায়,
প্রেম করে পার্ক রেস্তোরা ভার্সিটির করিডোর অফিসে মোবাইল টিপে
সংসার চালে কলমের খোঁচায়।
সাহিত্য সেতো বিশাল ক্যানভাসে চিত্রিত বহু রকমারি চিত্রের ভান্ডার
মানব মলয়ের মহা সরদার,
নাটক দেখে সিরাজ হতে চায় মীরজাফর হতে চায় না কেউ আবার
রমণী সতীত্বে ঔজ্জ্বল্য চায় সীতার।
বিষাদ সিন্ধুর ইমাম হোসেন হাসানের প্রাণ বিসর্জনে সবাই উদ্দীপ্ত হয়
টলস্টয়ের ওয়ার এন্ড পিসে যুদ্ধ নয়,
রুশো গোর্কির সাহিত্যের পারমাণবিক বোমে ফরাসি রাজার পতন হয়
ও জার শাসনের মৃত্যু ঘটায়।
সাহিত্য মানবের স্বাধীনতা উন্নতি অবনতি ও নির্যাতনের বাস্তব কাহিনী
নজরুল সাহিত্য ব্রিটিশকে শাসায়,
তুর্কী সাহিত্যে যুদ্ধ জয় পরাজয় হিংসা ত্যাগ ক্ষমা এবং সাম্যের বাণী
আসে নাজিম হিকমতের লেখায়।
সাহিত্য সেতো রাষ্ট্রীয় সামাজিক জীবন এবং মেহনতি জনতার প্রাণ
সাথে অন্ন বস্ত্র শিক্ষার কথা কয়,
আধুনিক সাহিত্যে প্রণয় এবং সুস্থ সুন্দর জীবন গাথা দখল করে স্থান
সাহিত্য ও জীবন পরিপূরক রয়।