"সাহিত্যের শিখা"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি); কবি, গীতিকার ও অথর
মানবতায় মেঘ জমেছে যাসনে ঘরের বাইরে
হায়নার নখর খাবলে ধরে লুটছে সবই ভাইরে।
কালো কীটের শকুন দৃষ্টি পড়ছে ধরার পরে
বোধের ছুরি কাটছে না আর মরচে আটকে ধরে।
বিবেক এখন শূন্যের কোটায় পাচ্ছে না কেউ ছাড়া
লোলুপ দৃষ্টির বাইরে নেই কেউ করছে নিত্য তাড়া।
সঙ্গবদ্ধ শকুনের দল ঘুরছে ধরার 'পরে
লুটছে অর্থ রাস্তাঘাটে ফাইল আটকায় ধরে।
লোভ দেখিয়ে দাদন দিয়ে ফেলছে পাতা ফান্দে
রাত দুপুরে ঘেরাও করে মাথা হাতায় কান্দে।
গরিব চাষীর মাথার ঘর্ম খাচ্ছে লুটেপুটে
বাটখারার দল হাত বদলে নিচ্ছে টাকা লুটে।
ঘুনপোকারা দাপায় বেড়ায় সারা মুল্লুক জুড়ে
প্রশাসনে উৎকোচ ঢুকায় সূচের মতো ফুঁড়ে।
সব সেক্টরে সিন্ডিকেটের চলছে বিশাল খেলা
মরছে ডুবে মানব মনের মানবতার ভেলা।
মানবতা চাঙা করতে সাহিত্যের নেই জুড়ি
সাহিত্যেরই শিখা জ্বালায় মনের নোংরা পুড়ি।
দেখবে তবে জগৎ মাঝে উঠবে নব সূর্য
শান্তির পায়রা উড়বে ধরায় বাজবে না রণ তূর্য।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ ২৪ - ৫ - ২০২৩।