"সাফল্যের সিঁড়ি"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি) কবি ও গীতিকার
মানব জীবন খেয়ার মতো
ভিড়ে নানান ঘাটে,
মনের বৈঠা টানে তারে
সৃজন নদীর পাটে।
উচ্চ জাতের বর্ধনশীল বীজ
বুনলে মনের ঘরে,
বিজ্ঞানভিত্তিক করলে কর্ষণ
লক্ষ্য পূরণ করে।
দক্ষতা আর শিক্ষা কিন্তু
গাড়ির মতো চলে,
রিচার্জটাতো রাখলে জারি
ভালো ফলন ফলে।
করলে চাষ সহনশীলতার
অধ্যবসায়ের সাথে,
গুড়ায় দিয়ে বাধার পর্বত
টার্গেট আসে হাতে।
বিছায় দিলে সম্পর্কের জাল
হাজার দুয়ার খুলে,
নিশানার নাও নোঙর ফেলে
উন্নয়নের কূলে।
ব্যর্থতারে বানায় প্লায়ার্স
টাইট দিলে ঘটে,
বাধা বিঘ্নের তালা ভেঙে
বিজয়ী বিধু ওঠে।
কর্মজীবন রেসের ঘোড়া
ভারসাম্যের সাথ চলে,
চেষ্টার লাগাম ধরলে টেনে
সাফল্যের দীপ জ্বলে।
ভালো চিন্তা নদীর মতন
পলল জলে ভরা,
লক্ষ্যভেদের বর্শা সেতো
শান্তির নেইকো খরা।
দিনের কাজটা করলে দিনে
মন মেজাজ রয় ভালো,
ঘোর অন্ধকার যায়কো কেটে
হৃদয়ে ফুটে আলো।
ঢাকা, বাংলাদেশ, ২৭-০৭-২০২৪