রুবাইয়াত ০৪
                  (জীবন বোধের রুবাই)

যোগ্য লোকতো গোলাপ বকুল ফুটলে পরে
ছড়ায় সুবাস বসুন্ধরায় সবার তরে।
সিংহাসনের ফুলদানিতে শোভা পেলে
উন্নয়নের সৌরভ ছড়ায় সবার ঘরে।
ঢাকা/ ৪- ১১-২০২৩


                    (শিক্ষামূলক রুবাই)

ভাঙ্গা গড়াই নদীর খেলা ভাঙছে স্রোতের তোড়ে
বিসম ধারায় ভাঙছে দুকূল সংসার গাঙের ঘরে।
বিজ্ঞান সাম্যের আরসিসি আর পাইলিং ঢালাই দিলে
ভাঙবে না আর সংসার নদের কূল কিনারা ঝড়ে।
ঢাকা / ০১ -১১- ২০২৩