রুবাই ৬১৪. (একুশের অনির্বাণ শক্তি বিষয়ক রুবাই)
একুশ সেতো জ্বলন্ত দীপ এর কোন জুড়ি নেই,
অমর সত্তার জীবন্ত বাঘ এর কোন বিনাশ নেই।
অন্যায়ের সাগর পাড়ি দিয়ে ছিনিয়ে আনে জয়,
সৌর হস্তে বধে অসুর হারায় নাকো খেই।
Ideological english version:
Rubai 614. Rubai on the indestructible power of Ekush)
Ekush is a burning lamp, there is no pair,
The living tiger of the immortal being, there is no destruction.
He crosses the ocean of injustice and snatches victory,
He kills the demon with the hands of the sun without losing clue.
Dhaka, 21st Feb. 2025