রুবাই ৬০৯. (মানবতার স্খোলন জনিত রুবাই)

শ্বাপদ সংকুল সন্তানরাতো জীবন সাঁঝের নড়ি নয়
যৌবন চাষের ফসল খেয়ে তারা কিন্তু আলোকময়।
পৈত্র পানসির নোঙর তুলে স্বীয় স্বার্থে উজান বায়
বাবার বিনাশ বৃদ্ধাশ্রমে অন্যের দানে দাফন হয়।
ঢাকা, বাংলাদেশ। তারিখ: ১১- ০১-২০২৫

Ideological english version:
Rubai 609. (Rubai related to the erosion of humanity)

Children who are like beasts are not the evening light of life
They are enlightened by eating the fruits of youth's cultivation of the father.
Lifts the anchor of the father's ship and goes upstream for his own interests,
But the destruction of the father is buried in the old age home with the donations of others.

All right under copyright law are reserved
by the poet, lyricist and author Professor
Dr. Mostafa Dual. Dhaka, Bangladesh, 11-01-2025.