রুবাই ৬০৬. (ভালোবাসা বনাম সুখ বিষয়ক রুবাই)

দায়িত্ব আর আস্থা ভরা সুতোয় বোনা ঘরে
সুখের সাথী সাজায় শয্যা ভালোবাসার তরে।
সুখের সাগর শুকায় ভোগে ত্যাগে জোয়ার ভরে
হৃদয় মাঝে ডাকে পায়রা প্রশান্তিময় স্বরে।

ঢাকা, বাংলাদেশ, তারিখ: ২৪-১২-২০২৪

Ideological english version:
Rubai 606. (Love vs. happiness based rubai)

In a house woven with threads full of responsibility and trust,
The companion of happiness decorates the bed for the sake of love and beauty.
The ocean of comfort dries up with limitless enjoyment, but fills the tide of bliss with sacrifices,
Then the dove calls in the heart with a soothing voice.

Dhaka, Bangladesh, 25-12-2024