রুবাই ৫৮৬. (যৌবনকাল সৃষ্টির সেরা সময় বিষয়ক রুবাই)

সৃষ্টির জন্য লাগালে গাছ যৌবন লাঙ্গল দিয়া
ভাবি জ্ঞানের বাড়ে বৃক্ষ স্বপ্নের পুষ্প নিয়া।
পুষ্পে সৃষ্ট ফল ফসলই রসদ যোগায় গড়তে
দেশ সমাজ আর বিশ্ব হিতের পরিপূর্ণ হিয়া।

কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক প্রফেসর ড. মোস্তফা দুলাল কর্তৃক সংরক্ষিত।
ঢাকা, ২১-৭-২০২৪

Ideological english version:
Rubai 586. (Rubai on 'youth is the best time of creation')

If you plant a tree for creation with the youth plows,
I think the tree of knowledge grows with the flower of dreams.
The fruit produced by the flower is the source of logistics,
That produces the full body of welfare of the society, country and world.

All rights under copyright law are reserved by the author Professor Dr. Mostafa dulal.
Dhaka, 21-7-2024