পুনর্ভবার তীরে
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার
শঙ্খচিল আর শালিকের দেশ
পুনর্ভবার তীরে,
বিছায় রেখো স্নেহের আঁচল
আসবো আবার ফিরে।
পোঁতা আছে ছেড়া নাড়ি
যে মৃত্তিকার ঘরে,
সেটা কিন্তু মনের নাটাই
টানে মহা জোরে।
স্বচ্ছ যেন কাকের চক্ষু
পুনর্ভবার পানি,
পিপাসার্ত সকল জীবে
ভরতো উদরখানি।
ধরে মাৎস্য তুলে বালু
চরায় পশু তীরে,
অর্থ আয়ের নানান খেলা
চলে নদী ঘিরে।
বর্ষা বন্যায় করতো কেলি
মৎস্য ঝাঁকে ঝাঁকে,
দেখে যেন জুড়ায় আঁখি
কোউম আর স্রোতের বাঁকে।
গ্রীষ্ম এলে আম কাঁঠাল আর
লিচুর গন্ধে বিভোর,
আবাল বৃদ্ধ বনিতা আর
আনন্দে খায় ধীবর।
পাকা তালতো শরৎকালে
ধুপধাপ করে পড়ে,
ছোঁড়া ছুঁড়ি বৌ ঝি কুড়ায়
দৌড়াদৌড়ি করে।
এ দৃশ্য যে কতো মধুর
স্মৃতি পটে ভাসে,
তালের রসের পায়েস পিঠা
সবাই ভালোবাসে।
ধানের রাণী দিনাজপুর তো
সোনা ছড়ায় মাঠে,
হেমন্তে তার সারা অঙে
কাঞ্চন পাটে পাটে।
শীতের কাঁথা মুড়ি দিয়ে
ঘুমায় শস্য মাঠে,
খেজুর রসের মিষ্টি সুবাস
ছড়ায় মাঠে ঘাটে।
মাটির গন্ধে মনটা বিভোর
অষ্টপ্রহর টানে,
বাদুড় পেঁচা শেয়ালের ডাক
নিত্য বাজে কানে।
মুদলে নয়ন স্বপ্নে আসে
দেশের ছায়াছবি,
বিছায় রেখো শীতল পাটি
শীঘ্রই ফিরবে কবি।
ঢাকা / ১২-০৭-২০২৪