"প্রেমময় হৃদয় সৃজনশীলতার ঠাঁই"

রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা. বি.)


ভালোবাসা ও প্রেম সেতো বেশ পবিত্র স্বর্গীয় সুধা,
মিটায় যুবক ও যুবতীর চিত্ত চিন্তা মনের ক্ষুধা।
অসীম উদার  অনন্ত ও বিশালতায় ভরা আকাশ,
দুটি মনের মেল বন্ধনে ভালোবাসার ঘটে বিকাশ।
প্রেমানোলে জ্বলে ওঠে প্রেমের শিখা যে অনির্বাণ,
আবেগে যে ভরে তখন প্রেমিক এবং প্রেমিকার প্রাণ।
সেরা সৌরভ ছড়ায় পড়ে যুগল বন্দীদের অন্তরে,
সৃষ্টিশীল কাজ তখন তারা করতে পারে নিরন্তরে।
ভালোবাসা এবং প্রেমকে কুৎসিত চোখে দেখে যারা,
মানুষ তো নয় যেন শৃগাল ও শকুনি মামা তারা।
উদার অসীম নীল আকাশের নিচে থাকে সদা এরা,
তবু মনের সংকীর্ণতা মুক্ত যে নয় সদা তারা,
প্রেম জোয়ারে ফুটন্ত দুটি সুন্দর কুসুম কলি,
কাল নাগিনীর দংশন বিষে অকালে যায় অঙ্গ জ্বলি।
এসব ছোট সংকীর্ণ মন নিচু লোকের উঁচু শিরে,
অগ্নি শিখার স্ফুলিঙ্গ ঝরে পড়ো ঝমঝম করে।
নিরাকারের অগ্নি বজ্র নেমে এসো গগন গিরে,
ইসরাফিলের সিঙ্গা বাজায় দিয়ো এদের নিশাড় করে।
প্রলয় বজ্র বাণের বোমা ফেটে পড়ো এদের মধ্যে,
জ্বালিয়ে দাও কালো রক্ত কুটিল মগজ দ্রুম দ্রুম শব্দে।
গগন গোলার বজ্র অগ্নি ঝরে পড়ো এদের মাথায়,
হিমবাহের চাঁই ভেঙ্গে পড়ো দুরাচারের সব আস্তানায়।
তবেই প্রেম ও ভালোবাসা নিষ্কলঙ্ক রয় দুনিয়ায়,
সৃজনশীল কাজ এবং কর্মের বিজয় বাঁশি বাজে ধরায়।