"পরমাণু কবিতা"
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ৩০/১১/২০২০
প্রথম কবিতাঃ
খবরটা তো ভালো
চিত্তে ফুটলো
নব দিনের আলো।
দ্বিতীয় কবিতাঃ
বদ্ধঘর ছেদায়
দেখবে ছোট
ছাদেই খুশি মতো।
তৃতীয় কবিতাঃ
সায়রে তো বিশাল
ডোবার ধারে
উদারতা আকাল।
চতুর্থ কবিতাঃ
দেওয়াল তুললে
রইবে ঘরে
ভাঙ্গলে চরাচরে।
পঞ্চম কবিতাঃ
পানির ধারে নাই
থলে ভরতি
মাছ আমার চাই।
উল্লেখ্য যে অক্ষর বৃত্ত মাত্রায় উপরের পরমাণু কবিতা গুলো রচনা করা হলো।