রুবাইয়াত -ই- প্রফেসর ড. মোস্তফা দুলাল
পাকা আমে সৌরভ ছড়ায় সবুজ গাঁয়ে ফোঁটায় ফোঁটায়,
সবুজ পাতার খামের ভেতর মুখ লুকিয়ে ঝুলছে বোঁটায়।
জৈষ্ঠ্য মাসের গরমে আম হলুদ মেখে বউ সেজেছে,
শ্যামল শাড়ির ঘোমটা মাথায় স্বামীর মুখে হাসি ফোটায়।
তারিখ: ০৫/০৬/২০২৩