"অসুন্দরের সমাধি"
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ২৬/১১/২০২০
উদার চিত্তের উত্তম মনুষ্য - থাকেন নিঃসঙ্গ নেই সঙ্ঘ
সমাজ থেকে দূরে,
গিধড় দুরাচার দুরাত্মা যারা - সদাই কুকর্মে সঙ্গবদ্ধ তারা
ছদ্ম বেশে ঘুরে।
এসব কপট ফেউ সরদার - হৃদয় মাঝে কুটিল প্রাকার
দেশদশের করে সর্বনাশ,
উত্তম কর্মে ঢুকায় বাঁহাত - অব্যাহত উন্নয়ন ধারা কুপোকাত
ধাপ্পাবাজি চলে বারমাস।
বরিষ্ঠ বাকে হুক্কা হুয়া - অনুচরেরা সমস্বরে হুয়া হুয়া
এমনি দোলে কালোরাজ,
অপসংস্কৃতি অপসংস্কার আঁধার কালো - দক্ষিণে ঠেলে উজান চলো
শিরে শিখার তাজ।
প্রজ্জ্বলিত শিখা অনির্বাণ নিরাকার - ভষ্মে ভস্মীভূত হয় দুরাচার
কাটে অশ্রুভেজা আঁধার,
সতত গুরুজনে কর নতি - ফিরে শিষ্যের মতি গতি
সুশীল মননমেধা আবার।
বিদ্যাভিমানী বিদ্যার খুলো হাল- তুলো শিখা অনির্বাণের পাল
উজানে বাও নিরবধি,
উড়াও শুভ্র সাদা ঝান্ডা - মগজের মেজাজ কর ঠান্ডা
ফুটবে রঙিন রবি।
সরণির স্বাস্থ্য নয় সুস্থ - চিন্তা চেতনা সবই দুস্থ
দৃষ্টি নিচে ধায়,
ইঁদুরের ন্যায় সন্ধানে হাটে - শোভিত শালার বন্ধন কাটে
ঘর ঘুরে যায়।
পেশাদার গুরুর গুরু দায়িত্ব - চিত্ত চেতনায় সায়রসম বিশালত্ব
পেখম মেলে নীলিমায়,
অধ্যেতা পেখমের ছায়া তলে - জ্ঞান গাঙে অবগাহনের ফলে
জ্যোতি ছড়ায় দুনিয়ায়।
গোলাপ গাছে গুলের মেলা - পাপড়ির পরশে মৃত্তিকা ঢেলা
সতত সুরভি ছড়ায়,
সায়র সান্নিধ্যে তার বিশালতায় - চিন্তাচেতনা ভাসে স্নিগ্ধ জোছনায়
আভায় ভরে হৃদয়।
জলধির জলধারে উদারচিত্ত রয়- ডোবার পরশে সংকুচিত হয়
উক্তি অলীক নয়,
মানব মন বাধানো আয়না - হৃদয়ের চেয়ে বড়কিছু হয়না
সদা সজাগ রয়।
হৃদয়ের ঘরে বসত করে - দুর্বিনীত দুষ্মন্ত দুর্জন দুরাচারে
উৎপাটন কর তারে,
প্রকান্ড মন গুণী জন - সংস্পর্শে রাখো তারে অনুক্ষণ
চিন্তাচেতনায় সুরভি ঝরে।
গুণী জনের ধারণকৃত জ্ঞান- তার চিন্তা চেতনার বয়ান
অধ্যয়নে আসে কাছে,
রবীন্দ্র নজরুল গেটে সাদী - গোর্কি রুমি একেএকে সবি
পায় হৃদয় মাঝে।
শ্রেষ্ঠ রচনা কোলে লয় - শ্রেষ্ঠত্ব
দিলে হিল্লোলিত হয়
গায় বিশালতার গান,
বই বাগে হাটলে পরে - সন্ধান মিলে মহামূল্য মণিমুক্তারে
মহিমান্বিত হয় প্রাণ।
যত বেশি মলয় মাড়ায় - ততবেশি চেতনার উত্তরণ ঘটায়
বিকশিত হয় সুকুমারবৃত্তি,
গগনের বিশালতায় জননীর মমতায় - অন্তর অর্গল অবারিত অতিচেতনায়
ছড়ায় জোছনামাখা দ্যুতি।
দাবাড়ুর চালে শিষ্যের যাঁতাকলে - পৃষ্ট হয় জননীর কোলে
যত দুরাচার গিধড়,
শিখা অনির্বাণ জ্বলে আবার - জলন্ত অগ্নিগর্ভে অসুন্দর অনাচার
চির জিন্দিগি ভর।