"ব্যর্থতা সব ভুলে বিঘ্নের গিট খুলে
এগিয়ে চলুন নব উদ্যোগ ও বলে"
         শুভ নববর্ষ ২০২৫
সবার জন্য রইলো নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।

কালো মেঘের ঘনঘটা বছর জুড়ে চিত্তের চোঙায়
নববর্ষের আশার আলো মনন মগজ হৃদয় রঙায়।
২০২৫ এর নতুন সূর্যের শুভ্র হাসি বয়ে আনুক,
সুখ স্বচ্ছন্দে ভরা ভেলা বছর জুড়ে হৃদয় গঙায়।