"মূল্যবোধের অবক্ষয়"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।
মনুষত্ব মানবতা
নাচছে নাচের ঘরে,
মূল্যবোধতো নির্বাশিত
গহন বালুচরে।
অধ্যবসায় ধৈর্য কিন্তু
কর্পূরের ন্যায় উড়ে,
তুলছে পটল দেশাত্মবোধ
সারা মুল্লুক জুড়ে।
উদারতা সৌজন্যবোধ
গাঁজা সেবন করে,
ন্যায় নীতি আর নৈতিকতার
গলা চেপে ধরে।
সৃজনশীল আর সাহিত্যের মাঠ
সাহারা আর গোবি,
আশানরূপ ফলছেনা আর
সুর সাহিত্যের কবি।
বোধ ও বুদ্ধির পায়ে শিকল
কয়েদি কারাগারে,
মানবতার পঙ্গু গুঠি
নিরব নেশার ভারে।
সততা আর দায় দায়িত্ব
বন্দি ঘুষের কারায়,
উন্নয়নের উজান খেয়া
ডুবছে পাপের ভারায়।
জনগণতো নাচের পুতুল
যেমনে ইচ্ছে নাচায়,
মস্তিষ্ক আর শরীর ধোলাই
চলে নিজ গা বাঁচায়।
সাম্প্রদায়িক চিন্তা ভাবনা
ঘুরে মগজ ঘরে,
শিষ্টাচারকে সিকায় তুলে
হানাহানি করে।
করলে নঙোর বিজ্ঞানভিত্তিক
মানবতার ঘাটে,
ফলবে ফসল ন্যায় ও নীতির
মন জমিনের মাঠে।
বইবে তবে ফাগুন হাওয়া
চৈতি মাটির 'পরে,
শান্তির শ্রাবণ নামবে তখন
ধরায় ঘরে ঘরে।