ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আমার লেখা "মুক্তির সনদ ছয় দফা" শিরোনামের কবিতাটি বন্ধুদের জন্য শেয়ার করলাম।
"মুক্তির সনদ ছয় দফা"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ,
ঢাকা, বাংলাদেশ।
পাক হানাদার দিচ্ছে হানা
লুটছে মায়ের ভাষা,
ভাঙছে অর্থের মেরুদন্ড
নেইতো কোন আশা।
আকাশ ভরা মেঘ জমেছে
নিরন্নোদের মুখে,
অনাহারের বজ্রাঘাতে
মরছে মহা দুখে।
মুজিব নামক সূর্যটাতো
ওঠলো আকাশ ভরে,
ম্যাগনা কাটা ছয় দফাতো
দিলেন সবার তরে।
এটা কিন্তু মহাশক্তি
জ্বালায় অনল বুকে,
গর্জে ওঠে অধীন জাতি
দাঁড়ায় তখন রুখে।
দফার বারুদ আর স্প্রিন্টার
বানায় মগজ বোমা,
আকাশ ভেঙে পড়লো মাথায়
নেইকো কোনো ক্ষমা।
এটম বোমতো কিছুই নহে
মানব বোমের মাঠে,
ঘূর্ণিঝড় আর টর্নেডর ন্যায়
অন্যায়ের মুন্ড কাটে।
দফার মশাল মুক্তির সনদ
নির্যাতিতের আলো,
হাজার সূর্যের ত্যাজে জ্বাললো
অশান্তি আর কালো।
হারায় গেলো মীরজাফররা
ঘূর্ণিপাকে ঘুরে,
বন্দি হলো শক্তি সাহস
হৃদয় ভেঙে চুরে।
অসহযোগ নির্বাচনে
পূর্ণিমার চাঁদ হাসে,
অগ্নিবাণে হায়নার হাসি
চিরতরে নাশে।
জনরষে ডুবলো বাংলায়
ফেরাউনের তখ্ত,
ছয় দফার ছক্কার বন্যায়
বাড়লো মুজিব ভক্ত।
স্বীয় শাসন আর নিরাপত্তা
থাকবে যার যার হাতে,
বাণিজ্য আর মুদ্রানীতি
থাকবে স্ব স্ব খাতে।
এসব গুলোর প্রতিধ্বনি
সাতই মার্চে বাজলো,
ছয় দফার -ই- হস্ত ধরে
স্বাধীনতা আসলো।
তারিখ: ০৭-০৬-২০২৪