"মনোবাসনা"
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা. বি.)
বসুন্ধরায় মায়াবী খেলায় - জান জননীর মেকি
মেলায়
মানবলীলা চলে,
পদ্ম পাতায় নীরের খেলায় - পলক পড়া আয়ূর ভেলায়
জিন্দিগি দোলে।
পরমসত্য অন্বেষণে যারা - বন্ধনে নয় তারা গৃহ ত্যাগ করে,
ধ্যানে নিমগ্ন তারা - পরম আয়ূ সারা
লোকালয় থেকে দূরে।
দুঃখ বেদনা কান্নায় - কায়ক্লেশে পরমায়ূ কাটায়
ত্যাগ নয় এধরা,
স্বজনের স্নেহাশীসের আশায় - অটল থাকতে চায় ধরায়
হরষে আত্ম হারা।
সান্ত্বনাতীত আত্মীয় স্বজন - তাদের আত্মর্নাদ ও ক্রন্দন
দিব নাহি যেতে,
মানেনা স্বজনের বন্ধন - মৃত্যুবাণে জান করে লুন্ঠন
মিশে ওপারের স্রোতে।
অনন্তযাত্রায় নয় ভয় - করবো তারে জয়
কৃতিকর্ম রেখে ধরায়,
জীবন রণে ভঙ্গ নয় - মরণে তা অক্ষত রয়
মলয় সুরভি ছড়ায়।
রাখবো অবদান অন্দরে বাইরে - থাকবো মানব মাঝারে
চির কাল ধরে,
দেহান্তরের বংশী সুরে - পাড়ি দিবো পরপারে
কাঁদবে সবাই আঁখিভরে।
কৃতিকর্ম মানব কল্যাণে - তাদের সুখের সন্ধানে
থাকবে আশীষ হয়ে,
দূরনীলিমায় নিঝুম বদনে - অভ্র মাল্যের বন্ধনে
মানুষের ছায়া হয়ে।