"মনের মাধুরী"
(কবিতা / আধুনিক গান)
৪+৪+৪ স্বর বৃত্ত মাত্রা ছন্দে রচিত।
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ২৫/১২/২০২০
চাঁদনি রাতে শশী হাসে হাসে তারা,
মুখের হাসি যেন মণি মুক্তা ঝরা,
লজ্জা পেয়ে যায় সতত চাঁদ আর তারা।
সুললিত কথামালার ঝর্ণা ধারা,
লজ্জায় লোহিত কাঁপা কাঁপা অধরা,
আমার অন্তরে বহায় যে ফল্গুধারা।
মেঘের ফাঁকে ফাঁকে রয় জোছনার ধারা,
সারা অঙ্গ অপরূপ রূপ ছটায় ভরা,
মানসপটে আঁকা ছবি হৃদয় হারা।
আলুলায়িত মেঘাবরণ কেশ ছাড়া,
টানা টানা কাজল কালো আঁখি জোড়া,
অন্তর আয়নায় দেখতে দেখতে বেলা সারা।
পূর্ণিমার শশী তারকা আত্মহারা,
দরশনে তব চাঁদ বদন খানা তারা,
তব রূপের তুলনা নেই তুমি ছাড়া।
লোহিত ললাটের নিচে উঁকি মারা,
বাঁশের বাঁশির মতো তব নাসা খাড়া,
যেন হৃদয় হানে সদা প্রেমের পাড়া।
গুন গরিমায় মনন মেধায় মাথা ভরা,
দিয়োনা ব্যাথা গঞ্জনা গলায় পারা,
কন্ঠে থেকো মালা হয়ে জীবন সারা।