"মানবিক মূল্যবোধ"

রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা.বি.)


সুশীল শিক্ষায় অর্জিত হয় মনুষত্ব
ও মূল্যবোধ,
অধ্যয়নে প্রসারণ হয় চিত্ত চিন্তা
ও শ্রদ্ধাবোধ।
সুশিক্ষা ও সুন্দর চিন্তার সুস্থ বীজ
কর বপন,
সুশীল চিত্ত চেতনার গাছ বসুন্ধরায়
বাড়ে তখন।
সুস্থ চিন্তা মনন মেধা গড়ে ওঠে
সঠিক শিক্ষায়,
মানব শিক্ষা উপার্জনের হাতিয়ার নয়
তো সর্বদায়।
অন্তর থেকে মুছে ফেলো লৌকিকতার
সব বালাই,
সবাই মিলে মূল্যবোধের তরণী বায়
উজানে যাই।
লৌকিকতায় মানব জীবন দিশাহারা
শুধুই আঁধার,
সুশীল শিক্ষার সৌর করে কুটিলতা
হয় পরিস্কার।
প্রাতিষ্ঠানিক শিক্ষায় অর্জিত দুদ্ধ ধবল
উজ্জ্বল সনদ,
কালো ছায়ায় কুলোষিত করনা এর
মর্জাদা বোধ।
মনন মেধায় ঘুষ দুর্নীতির চারা রোপন
বন্ধ কর,
শুচি শুভ্র এ সনদের পবিত্রতা
রক্ষা কর।
উদারতা মানবতা মনুষ্যত্ব
কে সম্মান দাও,
অন্ধকারে গহীন গুহায় সুশীল শিক্ষার
শিখা জ্বালাও।