"লোভীর পরিণাম"

রচনায়ঃ প্রফেসর ড মোস্তফা দুলাল
                 পিএইচ.ডি. (ঢা. বি.)

লোভে পাপ পাপে মৃত্যু হয়
গুণী জনে কয়,
লোভের কারণে লোভী ঘাতক গিধড় বনে যায়
যেখানে সেখানে কামড়ায়।

খাদ্য অখাদ্যের ব্যাপার নেই যা পায়
তাইখায় ফেউ রাজায়,
আদরে আপ্যায়নে উদর বধূরে নাদুস নুদুস বানায়
সাদাকালো বোধ হারায়।

এরা ঘরের কালো ইঁদুর ধরা নাহি পড়ে
ছাটে ঘরের বন্ধন,
বাধন হারা ঘর সমীরণের পরশে ধসে পড়ে
সুরের ছন্দ পতন।

সহায় শক্তির গর্বে শার্দূলের দর্পে ধরাকে সরা
জ্ঞান করে সর্বত্র,
ভঙ্গুর ভাগাড়ের রন্ধ্রে রন্ধ্রে নাক গলায় তারা
ছোবল কাটে যত্রতত্র।

শিকল ছাড়া ফেউর ফাঁড়িতে অশুভ পায়তারা
ভাসে বেসুরের ইঙ্গিত,
উপড়ে ফেলে সুর লহরীর সুস্থ সুরের ধারা
বাজে বেসুরো সংগীত।

ভাঙ্গা গাঁয়ে জেঁকে বসে উল্কামুখী রাজা
ডাকে হুক্কা হুয়া,
অকাজে কুকাজে একই বাজনা বাজায় ধূর্ত প্রজা
তুলে একই ধুয়া।

সময়ের তালে তালে ফাটা তবলা বাজায়
পাতি শিয়ালের দল,
সুর সায়রে সুমধুর সুরের লহরী হারিয়ে যায়
কাকেবাজায় কর্কশ ঢোল।

ঘাতক সুচতুর শৃগাল রাজার শ্রীঘরে
শিকলহীন চাকা ঘোরে,
তাল লয় সুর হারিয়ে অসুরের বেশ ধরে
হারায় গহিন তিমিরে।