রুবাই ৪৯৭
বোধের ছুরি সানাই সবাই কুরবানির ত্যাগ নিয়ে,
মনের পশু জবাই করি সেই ছুরিটা দিয়ে।
জবাইর রক্তে ডুবাই দিয়ে হিংসা বিদ্বেষ অন্যায়,
জ্বালাই সেথায় সত্য সুন্দর ন্যায়ের প্রদীপ ঘিয়ে।
তারিখ: ২৯/০৬/২০২৩
রুবাই ৪৯৮
পশুর রক্ত বানায় চাকু মনের পশু কাটো,
হৃদয়ের হায়না কুরবান করে শুদ্ধ পথে হাঁটো।
হাঁটলে পরে শুদ্ধ পথে শান্তি আসে ঘরে,
অশ্লীল অন্যায় হিংসা বিদ্বেষ হতে থাকে খাটো।
তারিখ: ২৯/০৬/২০২৩