ঈদ মোবারক -
কোরবানির ত্যাগের উৎসবে সকল বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
"কোরবানির তাৎপর্য"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
ভোগের নেশায় মানবতার
আকাশ ভেঙ্গে পড়ে,
সমাজবাগে হাঙর হায়নায়
ভয়ংকর খামার গড়ে।
এদের থাবায় মনুষ্যত্বের
কুসুম ঝরে পড়ে,
নিমজ্জিত হয় মানব বাগ
গহন আঁধার ঘরে।
কুরবানিতো ত্যাগের উৎসব
গোস্ত খাওয়া নহে,
কল্যাণ কাজে ব্যক্তি স্বার্থ
ত্যাগ কোরবানি কহে।
জবাই দিলে মনের পশু
ছাগল গরুর সাথে,
বোধের বিলে বকুল ফোটে
মানুষ ওঠে জাতে।
আত্মত্যাগ আর ভ্রাতৃত্ববোধ
জাগে মানব মাঝে,
অসুন্দরের সমাধি হয়
সকল কল্যাণ কাজে।
ধনী গরিব সবাই মিলে
স্বীয় হৃদয় খুলে,
প্রীতির বাঁধনে বন্দি হয়
সব ভেদাভেদ ভুলে।
শান্তি সাম্যের অর্থনীতির
বায়ু বহে চলে,
সম্প্রীতিতে থাকে সবাই
ধরা বক্ষের কোলে।
মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ ১৭-০৬-২০২৪