অনুপ্রাস এর সভাপতি কবি শেখ শামসুল হক ভাইয়ের বাহাত্তর তম জন্মদিন উপলক্ষে আমার একটি স্বরচিত কবিতাঃ
"কবির প্রতি বিনম্র শ্রদ্ধা"
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ২৩/১১/২০২০
কবি শেখ শামসুল হক ভাইয়ের জীবন আলেখ্য অতি মনোহর,
কোথাও নেই অসুন্দর অসার নেই যশহর।
অগ্রজ কবি হক ভাই বহু আঙিনায় করেছেন বিচরণ,
উনি সৃজনশীল চেতনায় উৎসর্গ করেছেন নিজ জীবন।
অনুপ্রাস স্কাউটিং রাজনীতি সাহিত্য মুক্তি সংগ্রাম কোথায় নেই তিনি,
বহু পত্রিকার সম্পাদনা সহ পরহিতে উৎসর্গকৃত তাঁর হিরন্ময় হৃদয় খানি।
কবি হক ভাই মনন মেধা মগজে হোক আরও ক্ষুরধার,
তাঁর চিন্তা চেতনা কর্মে উপকৃত হোক অনুপ্রাস কবিতা সাহিত্য সংস্কৃতি দেশ দশ সমাজ সংসার।
দিগন্ত জুড়ে প্রসারিত হোক তাঁর চিন্তা চেতনা কবিতার ঘ্রাণ,
সে ঘ্রাণের আবেশের ছত্রছায়ায় অনুজ কবি সাহিত্যিকরা সহ সকলে এগিয়ে যাক খুলে মন প্রাণ।
তাঁর বর্ণাঢ্য যাত্রাপথের সুরভি মাখা কর্মযজ্ঞ মোদের প্রেরণা,
যা অনুজদের অভিষ্ট লক্ষ্য স্পর্শের নিরেট নির্দেশনা।
আশির দশকে তিনি সহ যাঁরা খুলেছিলেন হাল তুলেছিলেন অনুপ্রাস এর পাল আকাশ গঙ্গায়,
আজও তা তাঁর বৈঠার টানে যাত্রা অব্যাহত রেখেছে প্রভাকরের উজ্জ্বল প্রভায়।
আমি কায় মন মননে চিন্তা চেতনায় করি কামনা,
কবি শামসুল হক ভাই সুস্থ ও অনুপম কর্মকাণ্ডের মাঝে থাকুক আরো শতাধিক বছর এ আমার নিরন্তর বাসনা।